গণফোরামের কেউ শপথ নেবে না: ড. কামাল
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ কথা জানান ড. কামাল। তিনি বলেন, আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি। আমাদের কেউ শপথ নেবে না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে গণফোরাম থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে সুলতান মোহাম্মদ মনসুর বিজয়ী হন। সিলেট-২ আসন থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে গণফোরামের সূর্য প্রতীকে বিজয়ী হন মুকাব্বির খান।
এই দুইজনসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মোট সাতজন প্রার্থী বিজয়ী হন, যাদের পাঁচজনই বিএনপির।
Please follow and like us: